সংযুক্ত আরব আমিরাতে সততার পুরষ্কার পেলেন এক প্রবাসী বাংলাদেশি

উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রাশিয়ান এক যাত্রীর রেখে যাওয়া পাসপোর্ট সঠিক সময়ে পৌঁছে দিয়ে সততার জন্য সার্টিফিকেট এবং নগদ অর্থ পুরস্কার পেয়েছেন মুহাম্মদ নুরুল আমিন নামের এক প্রবাসী বাংলাদেশি।

সম্প্রতি আমিরাতের বাণিজ্য নগরী দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আহমেদ আলমিরি এ সম্মাননা প্রদান করেন। লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের আনোয়ার হোসাইনের পুত্র নুরুল আমিন।

এ বিষয়ে নুরুল আমিন জানান, আমি গত ১১ বছর যাবৎ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ক্লিনিং সুপারভাইজার হিসেবে কর্মরত আছি। একজন বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে এমন পুরস্কার অর্জনে আমি সত্যিই আনন্দিত।

এদিকে করোনা মহামারি সময়ে মাঠ পর্যায়ে অসামান্য ভূমিকা পালন করায় ‘করোনা যো;দ্ধা’ হিসেবে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি জাসেদুল ইসলামকে সম্মাননা প্রদান করেছে ‘মেডি কিউ হেলথ কেয়ার’। ২০১০ সালে সংযুক্ত আরব আমিরাতে পা রাখেন প্রবাসী জাসেদুল ইসলাম।

২০২০ সালের মার্চ মাসে কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকে স্বেচ্ছাসেবক হিসেবে মেডি কিউ হেলথ কেয়ার যোগদান করেন তিনি। ২০২০ সালে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে জাসেদুল ৩ বার কোভিড পজিটিভ হয়েছিলেন।

জাসেদুল ইসলামের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে। তিনি রাজু চেয়ারম্যান বাড়ির মোহাম্মদ আবুল কালামের কনিষ্ঠ সন্তান।