মালয়েশিয়ায় পুলিশকে ঘু’স দেওয়ার চেষ্টা, বাংলাদেশিকে ২ লাখ টাকা জরিমানা

দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ বিতর্কের জন্ম দিচ্ছে৷ গুটিকয়েক পুলিশ সদস্যের নীতিভ্রষ্টতার কারণে এমন অ;ভিযোগ পুরো পুলিশ বাহিনীর উপর এসে পড়ে৷ তবে এর পেছনে নাগরিক সমাজের ভূমিকাও কম দায়ী নয়?

মালয়েশিয়ায় পুলিশকে ঘুস দেওয়ার চেষ্টা করায় এক বাংলাদেশিকে ১০ হাজার রিঙ্গিত জরিমানা ও অনাদায়ে তিন মাস কারাভোগের আদেশ দিয়েছেন স্থানীয় একটি আদালত। বাংলাদেশি মুদ্রায় এ জরিমানার পরিমাণ দুই লাখ টাকারও বেশি। গত বছরের মার্চ মাসের একটি ঘটনায় দায়ের হওয়া মামলায় মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ রায় ঘোষণা করেন মালয়েশীয় আদালত।

মালয়েশীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ওই বাংলাদেশির নাম হোসাইন মোহাম্মদ শাকিব। ৩১ বছর বয়সী এ বাংলাদেশি ২০২১ সালের মার্চ মাসে এক মালয়েশীয় পুলিশ কর্মকর্তাকে ১৫০ রিঙ্গিত (প্রায় তিন হাজার টাকা) ঘু;স দেওয়ার চেষ্টা করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, গত বছরের ১০ মার্চ সুংকাই টোল প্লাজা দিয়ে বের হওয়ার সময় শাকিব ও তার দুই

বাংলাদেশি বন্ধুর কাছে পুলিশ অনুমতিপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি। এসময় শাকিব মালয়েশিয়ার তাপাহ জেলার এক পুলিশ পরিদর্শককে ১৫০ রিঙ্গিত ঘু;স সাধেন। এ ঘটনায় পরে শাকিবের বিরু;দ্ধে মালয়েশীয় পেনাল কোডের ২১৪ ধারায় মা;মলা করা হয়।

এ ধারায় অভি;যোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কা;রাদ;ণ্ড, জ;রিমা;না অথবা উভয় দ;ণ্ডে দ;ণ্ডি;ত হওয়ার বিধান রয়েছে।