স্বর্ণের বাজার টানা দুই সপ্তাহ ঊর্ধ্বমুখী

বিশ্ব বাজারে টানা দ্বিতীয় সপ্তাহের মতো বেড়েছে স্বর্ণের দাম। মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক ঝুঁকির কারণে বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে খ্যাত মূল্যবান ধাতুটির কদর বেড়েছে। এ কারণেই বাজার ঊর্ধ্বমুখী। খবর রয়টার্স।

রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালায় তবে যুক্তরাষ্ট্রে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এ ছাড়া, ইউরোপীয় ইউনিয়নও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এমন আশঙ্কায় পুঁজিবাজারে বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগ বাড়িয়েছেন।

এ কারণে চলতি সপ্তাহে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়েছে। যদিও স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম দশমিক ১ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৮৩৬ ডলার ৬০ সেন্টে লেনদেন হয়েছে। ফিউচার মার্কেটে প্রতি আউন্সের দাম দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৮৩৯ ডলার ২০ সেন্টে লেনদেন হয়েছে।