৬০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা অস্ট্রেলিয়ায়

তাপমাত্রা বাড়ার রেকর্ড হলো অস্ট্রেলিয়ায়। আজ বৃহস্পতিবার পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর অনস্লোতে তাপমাত্রা উঠেছে ৫০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা ১৯৬২ সালে দক্ষিণ অস্ট্রেলিয়ায় রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে মিলে গেছে। অর্থাৎ গত ৬০ বছরে এই পরিমাণ তাপমাত্রা দেখা যায়নি দেশটিতে। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, ১৪ জানুয়ারি তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে অনস্লো ও আশপাশের এলাকায় তাপমাত্রায় যে রেকর্ড হয়েছে তা আবার ভাঙতে পারে। গত মাসে দেশটিতে অনেক বড় ধরনের দাবানল হয়েছে। তাপমাত্রা বাড়ায় দেশটিতে আবারও দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

রেকর্ড পরিমাণ তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো। বৃহস্পতিবার মার্ডি ও রোবোর্ন শহরে ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার কথা জানানো হয়।