সৌদি আরবে আবারও বাড়ছে করোনা আক্রান্ত

বিশ্বের অনেক দেশের মত মধ্যপ্রচ্যের দেশ সৌদি আরবেও বাড়ছে করোনা সংক্রমণ। সৌদি আরবে সোমবার ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে নতুনভাবে আক্রান্ত হয়েছে ৪৭৭৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে দুই জন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও ১৫৪জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

করোনা সংক্রান্ত পরামর্শের জন্য ৯৩৭ নম্বরে ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবা চালু করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিশ্বের অন্যান্য দেশের মত সৌদি সরকারও আরোপ করেছেন নানান বিধি নিষেধ । মাস্ক পরিধান ও শারীরিক দূরত্ব বিধি মেনে না চললে এক হাজার সৌদি রিয়াল থেকে এক লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা করার কঠোর আইন ঘোষনা করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।