পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের ৩ প্রার্থী জামানত হারিয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত পঞ্চম দফায় ওই ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলে ১১টি ইউনিয়নের মধ্যে মাত্র ১টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি ১০টির মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ৮ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
জামানত হারানো আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে বটতৈল ইউনিয়নের ২০ হাজার ৪২৫ ভোটের মধ্যে এমএ মোমিন মণ্ডল মাত্র ১১৪ ভোট পেয়েছেন। আলামপুর ইউনিয়নের আব্দুল হান্নান ১৭ হাজার ৯৪৩ ভোটের মধ্যে ১৭৭ ভোট পেয়েছেন আর হাটশ হরিপুর ইউনিয়নের নৌকার প্রার্থী শম্পা মাহমুদ প্রদত্ত ১৮ হাজার ৮৬৪ ভোটের মধ্যে পেয়েছেন মাত্র ২৩২ ভোট। সদর উপজেলায় মোট ২৭ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে জামানত হারিয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলায় ১১টি ইউনিয়নে ১১৬টি ভোট কেন্দ্রে ২ লাখ ১৭ হাজার ২৪২ জন ভোটার রয়েছেন। পঞ্চম ধাপে সদর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচনে ৫৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সহিদুর রহমান বিডিটোয়েন্টিফোর লাইভকে বলেন, ‘কোনও প্রার্থী যদি প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই তার জামানতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তবে জামানত বাজেয়াপ্ত হওয়ার অর্থ খুব বেশি নয়।’