নতুন করে নির্বাচনের তফসিল না দেয়ার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে নতুন করে কোনো নির্বাচনের তফসিল না দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার (৫ জানুয়ারি) একটি অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, করোনার সংক্রমণ বাড়ছে। সারাদেশে করোনা পরিস্থিতিও ঊর্ধ্বমুখী। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাই, এই মুহুূর্তে নতুন করে আর কোনো নির্বাচনে যেন তফসিল ঘোষণা করা না হয়।

তিনি বলেন, নতুন ঢেউ ঠেকাতে এখনই পদক্ষেপ না নিলে বছরজুড়েই চড়া মূল্য দিতে হবে। আমরা যতভাবেই বলি না কেন করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে অনুমান করতে পারছি না। নিজেকে সুরক্ষিত করার একটাই উপায় ভ্যাকসিন নেওয়া ও মুখে মাস্ক পরা।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ। গত সপ্তাহে করোনায় মৃত্যু হয়েছিল ২৫ জনের। এ সপ্তাহে সে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। তিনি আরও বলেন, গত সপ্তাহে আমরা দেখেছিলাম সংক্রমণ ২ শতাংশের মতো। কিন্তু তা এখন বেড়ে প্রায় ৪ শতাংশে কাছাকাছি রয়েছে। ডিসেম্বরের প্রথম দিকে যে নিম্নমুখী প্রবণতা ছিল, ডিসেম্বরের শেষ দিকে এসে দেখছি তা একটু একটু করে ওপরের দিকে উঠছে।দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার পর বাংলাদেশেও ১০ জন রোগীর শরীরে তার অস্তিত্ব মেলে। এরপর স্বাস্থ্য অধিদপ্তর নতুন ভেরিয়েন্টের সংক্রমণ ঠেকাতে দেশের সব বিমানবন্দর, স্থল বন্দর, সমুদ্র বন্দরকে সতর্ক করে দেয়।