বিয়ে করতে গণধ’র্ষণের অভিযোগ, সিসিটিভি ঘেটে অবাক পুলিশ

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে প্রেমিককে বিয়ে করতে গণধ’র্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করেছেন ১৯ বছরের এক তরুণী। গত সোমবার বেলা ১১টার দিকে কালামনা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

পরে নাগপুরের পুলিশ কমিশনার অমিতেশ কুমার ও অন্যান্য সিনিয়র কর্মকর্তাসহ এক হাজারের বেশি আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর সদস্য এ নিয়ে তদন্ত শুরু করেন। খবর ট্রিবিউন ইন্ডিয়া’র।

পুরো শহরের ২৫০টিরও বেশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ কর্মকর্তারা বুঝতে পারেন যে ওই তরুণী গণধ’র্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। পরে ওই তরুণী পুলিশকে জানান, তিনি তার বয়ফ্রেন্ডকে বিয়ে করার জন্য এই কাজ করেছেন।

এর আগে ওই তরুণী তার অভিযোগে উল্লেখ করেন, দুজন ওই তরুণীকে নাগপুরের চিখালি গ্রামের নির্জন এলাকায় নিয়ে ধ’র্ষণ করে।

তিনি দাবি করেন, সকালে তার গানের ক্লাসে যাওয়ার পথে সাদা ভ্যানে চড়ে দুজন ব্যক্তি তার কাছে রাস্তা জানতে চায়। তখন একজন ব্যক্তি তাকে জোর করে ভ্যানে তুলে নেয় এবং কাপড় দিয়ে মুখ ঢেকে দেয়। পরে তারা নির্জন এলাকায় নিয়ে ধ’র্ষণ করে।