আবরার হ’ত্যা মামলা: রায় শুনে আসামির স্বজনদের প্রতিক্রিয়া

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হ;ত্যা মা;মলায় ২০ জনকে মৃ;ত্যুদ;ণ্ডাদেশ দিয়েছেন আদালত। আর বাকি ৫ জনকে যাবজ্জী;বন কা;রাদণ্ডা;দেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর কান্নায় ভে;ঙে পড়েন আসামিদের স্বজনেরা। অনেকেই বা;ক;রু;দ্ধ হয়ে পড়েন। তাদের কেউ কেউ কোনো কথা না বলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিলেন। জানা গেছে, আবরার হ;ত্যা মা;ম;লায় ২০ জনকে মৃ;ত্যুদ;ণ্ডাদেশ দিলে;ও। আর বাকি ৫ জনকে যা;ব;জ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এরমধ্যে শুরু থেকে এখন পর্যন্ত ৩ আসামি প;লাত;ক রয়েছেন। বুধবার (৮ ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে আলোচিত এ মা;ম;লার রায় ঘোষণা করেন। এর আগে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে মা;ম;লার ২২ আ;সামিকে আদা;লতে হাজির করা হয়।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার কেরানীগঞ্জের কে;য় কা;রা;গার থেকে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদা;লতের হা;জত;খানায় হা;জির করা হয়।