জামালপুর ইউপি নির্বাচন: ১১ ইউপিতে নৌকা পেলেন যারা

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ঢাকা ও মনমনসিংহ বিভাগের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার (৪৬ ডিসেম্বর) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এসব প্রার্থী চূড়ান্ত করে। দীর্ঘ যাচাইবাছাই শেষে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তক্রমে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলায় ১১ নৌকার কান্ডারীর নাম ঘোষণা করা হয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে মো. আজিজুর রহমান, চর আমখাওয়া ইউনিয়নে মো. নজরুল ইসলাম, হাতিভাঙ্গা ইউনিয়নে মোছা. মাহমুদা চৌধুরী, চুকাইবাড়ী ইউনিয়নে সেলিম খান, দেওয়ানগঞ্জ ইউনিয়নে মো. ছাইদুজ্জামান, চিকাজানি ইউনিয়নে মো. আশরাফুল ইসলাম নৌকা প্রতীকে মনোনীত হয়েছে।

অপরদিকে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে মো. হোসেন আলী, নিলাক্ষিয়া ইউনিয়নে মো. নজরুল ইসলাম, ধানুয়া কামালপুর ইউনিয়নে মো. মসিউর রহমান, মেরুরচর ইউনিয়নে মো. সিদ্দিকুর রহমান, সাধুরপাড়া ইউনিয়নে মো. মাহমুদুল আলম নৌকা প্রতীকে মনোনীত হয়েছে।

প্রসঙ্গত, আগামী ০৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের দুই উপজেলায় ১১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর। প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর। প্রতীক ১৭ ডিসেম্বর দেওয়া হবে।