ফাইজারের টিকা নিয়ে অসুস্থ ১৬ শিক্ষার্থী

আজ তৃতীয় দিনের মত এসএসসি, এইচ এসসি ও সমমানের পরীক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিষেধক ফাইজারের টিকা নেয়ার পর ১৬ জন মেয়ে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বরগুনা জিলা স্কুলে সকাল ৮টা থেকে টিকাদান কার্যক্ষম শুরু হলে নির্ধারিত শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা ধারাবাহিক ভাবে টিকা গ্রহন করে।

বেলা ১টার দিকে একপর্যায়ে পাথরঘাটা হাজী জালাল উদ্দীন ডিগ্রি কলেজের ৫জন শিক্ষার্থী টিকা নেয়ার পরে মাথা ঘুরানোর কথা বললে তাদেরকে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। একই সময় পাথরঘাটা মাজহার উদ্দীন টেকনিক্যাল কলেজ, সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ এবং চৌধুরী মাসুম বিপিএম কলেজের ১৬ শিক্ষার্থী একই ভাবে অসুস্থতা প্রকাশ করায় তাদেরকেও হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অসুস্থ সকল শিক্ষার্থী সুস্হ হয়ে বাড়ী চলে গেছে বলে হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ সোহরাব উদ্দীন খান বাংলাদেশ প্রতিদিনকে জানান। ডাঃ সোহরাব উদ্দীন খান বলেন, এটা এধরনের হিস্টিরিয়া যা, মানসিক চাপ থেকে সাধারণত হয়ে থাকে। সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে গিয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটা ভ্যাকসিনের কোন সমস্যানয়। রোদ্রে দাঁড়িয়ে থাকার কারনে মানসিক অস্হীরতা থেকে সাময়িক অসুস্থতা।

শিক্ষার্থীদের হাসপাতালে দেখতে এসে পাথরঘাটা সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল কবির বলেন, যে সকল শিক্ষার্থীরা অসুস্থ হয়ে তাদের সাথে কথা বলে জানা গেছে, সকালে তাদের কেউ খেয়ে আসেনী।খালি পেটে রৌদ্রে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় অসুস্থ হয়ে পড়েছে।