সড়কে গেল ছেলের প্রাণ, বাবা গুরুতর আহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাথিলা ফার্মের অদূরে কাভার্ডভ্যানের সাথে পাখি বহনকারী ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনায় পুত্র মানিক হোসেন (১১) নিহত হয়। গুরুতর আহত হন পিতা বাবলুর রহমান (৪০)।

জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পোড়াপাড়া গ্রামের বাবলুর রহমান ছেলেকে সাথে নিয়ে জীবননগর বাজারে কেনাকাটার জন্য আসছিলেন। বিপরীত দিক থেকে মহেশপুর উপজেলার জিন্নাহনগরে অবস্থিত প্রিটিউল ফ্যাক্টরির একটি কাভার্ডভ্যান পিতা-পুত্রকে বহনকারী পাখির ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে শিশু পুত্র মানিক ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা বাবলুর রহমানকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘাতক কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-১০৯৪) দুর্ঘটনার সাথে সাথে পালিয়ে যায়। পরে মহেশপুর উপজেলার দত্তনগর পুলিশ ফাঁড়ির সদস্য ও গুড়দহ গ্রামবাসীর প্রতিরোধে কাভার্ডভ্যান আটক করে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জা (ওসি) মো. আব্দুল খালেক জানান, দুর্ঘটনায় নিহত মানিক হোসেনের মরদেহ উদ্ধার করে জীবননগর থানায় নেয়া হয়েছে। এছাড়া বাবলুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।