টস জিতে ব্যাট হাতে নেমেই চরম বিপদে পড়লেও শেষ ১০ ওভারে দারুণ খেলেছে বাংলাদেশ।
আফিফ, সোহান ও মেহেদীর তিনটি ঝড়ো ইনিংসে শেষ ১০ ওভারে আক্রমণাত্মক ব্যাটিংয়ে যোগ করে ৮৭ রান।
ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১২৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় টাইগাররা।
১২৮ রানের সহজ লক্ষ্য তাড়ায় পাকিস্তানের শুরুটাও তেমন একটা ভালো হয়নি।
তৃতীয় ওভারেই পাকিস্তান শিবিরে আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। বিশ্বকাপের দুর্দান্ত পারফরমার মোহাম্মদ রিজওয়ানকে ১১ রানে ফিরিয়ে দিলেন তিনি। মোস্তাফিজেরা দারুণ ডেলিভারিতে বোল্ড রিজওয়ান।
এরপরের ওভারেই বাবর আজমকে বোল্ড করে দেন তাসকিন। ১০ বলে ৮ রান করে সাজঘরে ফিরেছেন বাবর।
খেলার এই পর্যায়ে পাকিস্তানের সংগ্রহ ৪ ওভারে ২ উইকেট হারয়ে ২২ রান।