দুই কাতলের দাম ৪৩ হাজার টাকা

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের দুটি বড় কাতল। এর একটি কাতলের ওজন ১৪ কেজি ৫০০ গ্রাম এবং অন্যটির ১৭ কেজি ৫০০ গ্রামের।

কাতল দুটি এক হাজার ৩৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে। বুধবার সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে হজো চালাকের জালে মাছ দুটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে হজো চালাক মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে নেন। সেখানে স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ এক হাজার ৩০০ টাকা কেজি দরে ৪১ হাজার ৬০০ টাকায় মাছ দুটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, জেলে হজো চালাক তাজা দুটি কাতল মাছ আমার আড়তে বিক্রি করার জন্য নিয়ে আসেন। পরে তার কাছ থেকে ৩২ কেজি ওজনের দুটি কাতল মাছ ৪১ হাজার ৬০০ টাকায় কিনে নিই।

মাছ দুটি কেনার পর ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে এক হাজার ৩৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি করে দিয়েছি বলে জানান তিনি।