স্বর্ণের দাম ভরিতে বাড়ল যত

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। শুক্রবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ২২, ২১ ও ১৮- এই তিন মানের (ক্যারেট) স্বর্ণের ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে।

ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরির দাম পড়বে ৭৪ হাজার ৩০০ টাকা। বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার থেকে এই দর কার্যকর হবে।

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ২২, ২১ ও ১৮- এই তিন মানের (ক্যারেট) স্বর্ণের ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরির দাম পড়বে ৭৪ হাজার ৩০০ টাকা।

শুক্রবার স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার থেকে এই দর কার্যকর হবে।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৪ হাজার ৩০০ টাকা। যা ৭১ হাজার ৯৬৬ টাকায় বিক্রি হচ্ছিল শুক্রবার পর্যন্ত।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭১ হাজার ১৫০ টাকা। শুক্রবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হয়েছে ৬৮ হাজার ৮১৭ টাকায়।

আর ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬২ হাজার ৪০২ টাকা। শুক্রবার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৬০ হাজার ৬৯ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম পড়বে ৫২ হাজার ৭৯ টাকা। যা শুক্রবার পর্যন্ত বিক্রি হয় ৪৯ হাজার ৭৪৬ টাকায়।

এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রয়েছে ৯৩৩ টাকা।