গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকার উত্তর কাট্টলীতে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সাজেদা বেগম, শাহজাহান শেখ, দিলরুবা বেগম, জীবন শেখ, স্বাধীন শেখ ও মাহি আক্তার। তাদের শরীরের ৪০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক গণমাধ্যমকে একই পরিবারের ছয়জনের দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উত্তর কাট্টলীতে সাবেক সিটি মেয়র এম মঞ্জুর আলমের অফিসের পাশের একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের ধারণা, বন্ধ ঘরে মশা মারার ব্যাট অন করার সময় গ্যাসের লাইনের লিকেজ থেকে এই আগুন লাগে।তবে এ ব্যাপারে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানায় পুলিশ।