পূর্ণ ডোজ কোভিড টিকা নেওয়া নাগরিকদের জন্য দেশের ভেতরে এবং বাইরে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মালয়েশিয়া।
সোমবার থেকে টিকা নেওয়া মানুষেরা দেশের ভেতরে এবং বাইরে ভ্রমণ করতে পারবে বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি।
দেশের জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য পূরণের পর মালয়েশিয়া এ পদক্ষেপ নিল।
প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি বলেছেন, সরকার পূর্ণ ডোজ টিকা নেওয়া মালয়েশীয়দেরকে কোনও অনুমতি নেওয়া ছাড়াই বিদেশে ভ্রমণ করতে দেবে।
নতুন এই নিয়ম সোমবার থেকে চালু হচ্ছে। এমনকী সংক্রমণ বেড়ে গেলে আবার ব্যাপক পরিসরে লকডাউন দেওয়া হবে না- এমন একটি জীবনব্যবস্থায় যাওয়ার প্রস্তুতিও সরকার নিচ্ছে বলে জানিয়েছেন সাবরি।
তিনি বলেন, “আমাদেরকে কোভিড-১৯ এর সঙ্গেই মানিয়ে চলা শিখতে হবে। কারণ, কোভিড হয়ত পুরোপুরি নির্মূল করা যাবে না।”
দেশের ৩ কোটি ২০ লাখ জনসংখ্যার ১২ থেকে ১৭ বছর বয়সীসহ প্রায় ৬৫ শতাংশ মানুষকে শনিবার পর্যন্ত পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে মোট ২৩ লাখ মানুষের এবং মত্যু হয়েছে ২৭ হাজার ২৬৫ জনের।