সৌদি আরবের অবৈধ অভিবাসীদের আটকের ব্যাপারে চিরুনি অভিযান শুরু হয়েছে। গত এক সপ্তাহে ১৬ হাজার ১৫১ জনকে আটক করা হয়েছে। জানা গেছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত তাদের আটক করা হয়। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গালফ নিউজের ওই প্রতিবেদনে আরো বলা হয়- আবাসন, শ্রমবিধি ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিধি ভঙ্গের দায়ে এই অভিবাসীদের আটক করা হয়েছে।
এর আগে দফায় দফায় সতর্ক করে দিয়ে সৌদি কর্তৃপক্ষ বলেছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশের সুযোগ করে দেওয়া, তাদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা অন্যভাবে সহায়তা করলে অভিযুক্তদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
সূত্র: গালফ নিউজ।