একদিনের সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধূ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একদিন বয়সের সদ্যজাত সন্তানকে ফেলে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন নিঝুম নামের এক গৃহবধূ (২০)। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার পরিবার থানায় যোগাযোগ করলে বিষয়টি জানাজানি হয়। অভিযুক্ত গৃহবধূ যশোর শহরের স্টেডিয়াম পাড়ার শাহিনুর হোসেনের স্ত্রী।

জানা যায়, সন্তান জন্ম দিতে প্রেমিক ইব্রাহিমকে নিয়ে সোমবার দিনগত রাত ১২টা ৫১ মিনিটে হাসপাতালে ভর্তি হন নিঝুম। পরদিন মঙ্গলবার দুপুর ১টায় অ’স্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি ছেলেসন্তান জন্ম দেন। কিন্তু একদিনের মাথায় শিশুটিকে হাসপাতালে রেখে নিখোঁজ হন নিঝুম।

শিশুটি দুদিন হাসপাতালের সেবিকাদের তত্ত্বাবধানে ছিল। তবে পরিবারের সম্মানহানির ভয়ে বিষয়টি প্রথমে থানায় জানানো হয়নি। একপর্যায়ে পুলিশের সহযোগিতায় শিশুটির নানা-নানির সন্ধান পাওয়া যায়। পরে শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ।

এদিকে হাসপাতালের ভর্তি তথ্যে, শিশুটির বাবার নাম শাহিনুর লেখা হলেও প্রেমিক ইব্রাহিমকে স্বামী হিসেবে পরিচয় দেন ওই নারী। একইসঙ্গে তাদের বাসা শহরের স্টেডিয়াম পাড়া উল্লেখ করা রয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল