কম উচ্চতার দুই ক্রুজার বাইক

মোটরসাইকেল চালানোর সময় সমস্যা না হলেও দাঁড়ালেই সমস্যা সম্মুখীন হন কম উচ্চতার রাইডাররা। তাই আপনার উচ্চতা কম হলে মোটরসাইকেল কেনার সময় সিটের উচ্চতা দেখে নেওয়া জরুরি। এই প্রতিবেদনে দেখে নেব এমন কয়েকটি মোটরসাইকেল যা কম চালাতে পারবেন কম উচ্চতার রাইডাররাও।

বাজাজ অ্যাভেঞ্জার

নিচু সিটের মোটরসাইকেলের কথা ভাবলে সবার আগে বাজাজ অ্যাভেঞ্জারের কথাই মনে আসে। এই মোটরসাইকেলে থাকছে লেড ব্যাক ক্রুজার স্টাইল। এই মোটরসাইকেলের সিটের উচ্চতা ৭২৫ মিলিমিটার, যা কম উচ্চতার রাইডারদের জন্য আদর্শ। সঙ্গে এই মোটরসাইকেলে থাকছে লম্বা হুইলবেস। ফলে লম্বা রাইডে আরাম মিললেও রাস্তা ভিজে থাকলে চালাতে সমস্যা হয়।

সুজুকি ইন্ট্রুডার

সুজুকি ইন্ট্রুডার একটি ১৫০ সিসির ক্রুজার বাইক। সুজুকি জিক্সারেরর বিকল্প এই মোটরসাইকেলে ৭৪০ মিলিমিটার উচ্চতার সিট থাকছে। এছাড়াও কম ওজন হওয়ার কারণে নতুন রাইডারদের জন্য আদর্শ এই মোটরসাইকেল।