সৌদিতে অবৈধ প্রবাসীদের কাছ থেকে টাকা আদায় করার দায়ে ৪ প্রবাসী আটক

উপসাগরীয় দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে অবৈধ প্রবাসীদের কাছ থেকে টাকা আদায় করা ও তাদের থেকে টাকা নিয়ে দেশের বাইরে অবৈধ পন্থানুসরণ করে টাকা পাঠানোর অপরাধে চার জন প্রবাসীকে আটক করেছে দেশটির পুলিশ।

সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত রিয়াদ পুলিশ বিভাগ এর মুখপাত্র মেজর খালেদ আল-ক্রাইদিস জানান, আটককৃত প্রবাসীদের মধ্যে ২ জন ইজিপশিয়ান, ১জন সুদানিজ, এবং একজন সিরিয়ান নাগরিক রয়েছে ।

তারা বিভিন্ন কৌশলে সৌদি আরবে অবস্থিত অবৈধ প্রবাসীদের নিকট হতে মোটা অংকের টাকা সংগ্রহ করতো এবং সেই টাকা সৌদি আরবের বাইরে অবৈধ উপায়ে পাঠানোর ব্যবস্থা করতো।

আটককৃতদের সঙ্গে থাকা ৩ লাখ ৪৯ হাজার ৭৪৭ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। রিয়াদ পুলিশ মুখপাত্র জানান, আটককৃতদের আইনের আওতাভুক্ত করা হয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে করোনা মহামারীর কারণে বন্ধ হয়ে যাওয়া ওমরাহর ভিসা প্রায় দেড় বছর পর আবারও চালু করেছে সৌদি আরব সরকার।

তবে এখনো ১৩ টি দেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এসব দেশে করোনা পরিস্থিতি বাড়তে থাকায় ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছে। এর আগে ২৩ টি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি সরকার। এরপর ১০ টি ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এসব দেশের মধ্যে আছে ইরান, চীন, হংকং, তাইওয়ান ও জাপান।