ঢাকার ধামরাইয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী (২৪) পোশাক শ্রমিক। তরুণী বলছেন, বিয়ে না হওয়া পর্যন্ত তিনি এ বাড়ি ছাড়বেন না।
শুক্রবার বিকেলে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া এলাকায় আলতাফ হোসেনের বাড়িতে তাকে অবস্থান নেয়া অবস্থায় দেখা যায়। এর আগে সকালের দিকে তিনি ওই বাড়িতে গিয়ে ওঠেন।
প্রেমিক সুমন হোসেন ধামরাইয়ের ‘গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া এলাকায় আলতাফ হোসেনের ছেলে। ওই পোশাক শ্রমিক তরুণী বলেন, ২০১৪ সালের দিকে সে আমাকে মুঠোফোনে জ্বা’লা’তন শুরু করে।
আমাকে পছন্দ করে, ভালোবাসে এসব জানায়। তবে তখন আমি তাকে আমার মামাকে দিয়ে যোগাযোগ করতে নি’ষেধ করি। তবুও সে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। একপর্যায়ে আমিও তাকে পছন্দ করে ফেলি।
২০১৬র দিক থেকে আমাদের মধ্যে সম্প’র্ক গড়ে ওঠে। কয়েকবার শারী’রি’ক সম্প’র্কও হয়। এতদিন পর্যন্ত সেভাবেই চলছিল। গতকাল রাতে সে আমাদের বাড়ি যায়।
আমার সঙ্গে থাকার সময় বাড়ির মানুষ টে’র পেয়ে বাইরে থেকে ছি’টকি’নি মে’রে দেয়। পরে তার পরিবারের লোকজনকে ডাকা হলে তারা সুমনকে সেখান থেকে বের করে দেয়।
এরপর থেকেই সে আমার সঙ্গে যোগাযোগ করছিল না। এদিকে আমার বাড়ি থেকেও আমাকে ব’কাঝ’কা করা হলে আমি এই বাড়িতে চলে আসি।
তিনি আরও বলেন, ‘সে (প্রেমিক) যদি এখন আমাকে বিয়ে না করে, তবুও এই বাড়িতেই আমি থাকব। এলাকার লোকজন বসবে বলে জানিয়েছে। তারা যদি সঠিক বিচার না করে, তাহলে আমি অন্য ব্যবস্থা নেব।
এই বিষয়ে ওই ওয়ার্ডের মেম্বার মোঃ লতিফ বলেন, রাতে আমার এলাকায় ঘটনাটি ঘটে। পরে মেয়েটি বাড়ি উঠে আসে। এটা ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি এবং ছেলে মেয়ে দুই পক্ষকে সমাধানের কথা বলেছি।
তবে অ’নশ’নের ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন গাংগুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাদের মোল্লা। তিনি বলেন, আমি কিছু জানি না। আমাকে এখন পর্যন্ত কেউ জানায়নি।
তবে এগুলো আই’নে ব্যাপার। এ বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাসেল মোল্লা বলেন, আমি দুই পক্ষকে সমা’ধানের কথা বলেছি। কিন্ত তারা সেটা করতে পারে নাই। অভি’যোগ পেলে তার বি’রু’দ্ধে আইনত ব্যাবস্থা নেওয়া হবে।