নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এক অসহায় বৃদ্ধকে ঘু;ষি;মা;রা;র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।
নতুন খবর হচ্ছে, নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার কথার সঙ্গে তাল মিলিয়ে ঘু’ষির ভিডিও ভাইরাল হওয়া বৃদ্ধ বলেছেন, ‘মেয়র সাহেব হাত দিয়ে আমাকে সরিয়ে দিয়েছেন। মারেন নাই। মেয়র অনেক ভালো মানুষ।’
গতকালের বিষয়ে জানতে চাইলে শনিবার (১৭ জুলাই) বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন বসুরহাট পৌর এলাকার বাসিন্দা এনামুল হক কালু নামের ওই বৃদ্ধ।
শুক্রবার (১৬ জুলাই) সকালে পৌরসভা চত্বরে অসহায়দের মাঝে শাড়ি এবং লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে মেয়র কাদের মির্জা তাকে ঘু’ষি মারেন- এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।
শনিবার বসুরহাট পৌরসভা কার্যালয়ে চাল নিতে এসেছেন এনামুল হক কালু। এ সময় তিনি বলেন, ‘কাপড় দেওয়ার সময় আমাদের ঝামেলা দেখে, মেয়র সাহেব (আবদুল কাদের মির্জা) হাত দিয়ে সরিয়ে দিয়েছেন। আমারে ঘু’ষি মারেন নাই। মেয়র খুব ভালো মানুষ। গরিব মানুষকে সাহায্য করেন।’
এনামুল হক কালু বলেন, ‘আমি আজ আবার এসেছি, মেয়র সাহেবের কাছ থেকে চাল নেওয়ার জন্য। আমি নিজ থেকে এসেছি। ওনার বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নাই। মেয়র সবসময় আমাদের সাহায্য করেন।’