গলায় খাবার আ’ট’কে কাতার প্রবাসীর ছেলের মৃ’ত্যু, কথা বলতে পারছেন না মা

ঢাকার কামরাঙ্গীরচরের খোলামোড়াঘাট এলাকায় গলায় খাবার আটকে আড়াই বছরের এক কাতার প্রবাসীর ছেলের মৃ’ত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে শিশুর চাচা ফরহাদ হোসেন বলেন, তারা খোলামোড়াঘাট বুড়িগঙ্গা সিটি মার্কেট সংলগ্ন নিজেদের টিনসেড বাড়িতে থাকেন। শিশুটির বাবা ফখরুল ইসলাম কাতার প্রবাসী।

মা হালিমা বেগম গৃহিণী। তাদের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। যমজ দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল হাসান। আরেক ভাইয়ের নাম হোসাইন।

তিনি আরও বলেন, সকালে বাসায় শিশুটির মা কাজ করছিল। তখন হাসান বুট-সোলা জাতীয় কিছু খাচ্ছিল। এ সময় খাবার গলায় আট’কে যায় তার।

দেখতে পেয়ে মায়ের চিৎকারে সবাই জ’ড়ো হলে পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসক তাকে মৃ’ত বলে জানায়।

সন্তানের মৃ’ত্যুর কথা শুনতে পেরে অচে’তন হয়ে পড়েন শিশুটির মা হালিমা বেগম। বা’করু’দ্ধ মাকে কথা বলার জন্য চেষ্টা করেও বৃ’থা হন স্বজনরা। পরে তাকেও হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা করানো হয়।

প্রত্যক্ষদর্শী শিশুটির খালা রাহিমা আক্তার বলেন, আমিও ওদের বাসাতেই ছিলাম। দুপুরে কে যেন হাসানকে ভাজা বুট-ছোলা খেতে দেয়। সেগুলো খাওয়ার সময়ই গলায় আ’টকে যায় তার। যখন সে শ্বাস নিতে পারছিল না, ছটফট করছিল, তখন দেখে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।