মিলনের অপেক্ষায় ৬ বছর সাগর পাড়েই কাটিয়েছেন মা

সমুদ্রে মাছ ধরতে গিয়ে মিলন আকন নি’খোঁ’জ হওয়ার পর দীর্ঘ ছয়টি বছর সাগর পাড়েই কা’টিয়ে’ছেন তার মা মিনারা বেগম। বুকে ছিল একটাই আ’শা- ছেলেকে জী’বিত ফিরে পাবেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে নি’খোঁজের ১৩ বছর পর মিলনকে জী’বি’ত ফিরে পাওয়ার পর বু’কে জ’ড়িয়ে ধরে এ কথাই জানালেন মিনারা বেগম। তিনি বলেন, দীর্ঘ ১৩ বছর পর ছেলেকে আমার বু’কে ফিরে পেয়েছি। আমি অনেকদিন এই সাগর পাড়ে ছেলের খোঁ’জে দিন কা’টিয়ে’ছি।

আজ আমার আর কিছু চাওয়ার নেই, আমার ছেলেটা এখন মান’সিকভাবে অ’সুস্থ। আমি এখন ওরে চিকিৎসা করাব। ও সুস্থ হলে বলতে পারবে এতদিন কোথায় ছিল।

এর আগে, একইদিন দুপুরে বরগুনার তালতলী থেকে খবর আসে মিলনকে সেখানে পাওয়া গেছে। খবর পেয়েই তালতলীতে ছুটে যান মিনারা বেগম ও পরিবারের সদস্যরা। এরপর ছেলেকে বু’কে জ’ড়িয়ে বাড়ি ফেরেন তিনি।

২০০৮ সালে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে মাছ ধরতে গিয়ে নি’খোঁজ হন মি’লন আকনসহ তিন জেলে। ১৩ বছর পর মিলন ফিরলেও ফেরেননি বাকি দুইজন।