মালয়েশিয়ায় ৪০ হাজার কর্মীকে টিকা দেওয়ার প্রস্তাব

গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) মালয়েশিয়ায় নির্মাণ শিল্পের ৪০ হাজার কর্মীকে টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে সিআইডিবি। জানা যায়, গতকাল দেশটির নির্মাণশিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি) ইকোনোমিক ফ্রন্টলাইনারদের টিকা দেওয়ার হার বাড়াতে নির্মাণশিল্পের কর্মীদের কোভিড -১৯ এর টিকা দেওয়ার প্রস্তাব করেছে।

সিনিয়র ওয়ার্কস মিনিস্টার দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ বলেছেন, ১৪ জুন শিল্প খাতে টিকাদান কর্মসূচির প্রস্তাব গ্রহণের পর বিষয়টি জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মশক্তি (সিআইটিএফ) দ্বারা অনুমোদিত হয়েছে।

‘এই কর্মসূচির আওতায় বেসরকারি খাতকে তাদের নিজস্ব যোগ্য মেডিকেল টিম এবং টিকা কেন্দ্র প্রস্তুত ও তহবিল সরবরাহ করতে হবে, সরকার এই ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করবে।’

জানা গেছে, সিআইডিবি নির্মাণশিল্পের পক্ষ থেকে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের সমন্বয় ও সহায়তা করবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন সিনিয়র ওয়ার্কস মিনিস্টার দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ।

ফাদিল্লাহ বলেন, এই ভ্যাকসিনের দুই ডোজ টিকার চার্জ প্রতি ব্যক্তির জন্য ১৪০ রিঙ্গিত ধার্য করা হবে। সিআইডিবির টিকা কর্মসূচি ৩০ জুন কুয়ালালামপুরে এবং ১৪ জুলাই সেলাঙ্গরে অনুষ্ঠিত হবে।

প্রোগ্রামে নির্মাণশিল্পের শ্রমিকদের নিবন্ধিত করতে ইচ্ছুক নির্মাণশিল্পের নিয়োগকর্তারা ২১ জুন থেকে http://vaccine.cidblink.com আবেদন করতে পারবেন। এ ছাড়া সরাসরি ০৩-৪০৪২ ৮৮৮০ নম্বরে ফোন করেও আবেদন নিশ্চিত করার কথা বলা হয়েছে।