অ’পহরণের সাড়ে পাঁচ মাস পর সন্তান ফিরে পেলেন মা

চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে অ;প;হৃত মো. ফারহান (৮ মাস) নামে এক শিশু;কে প্রায় ৬ মাস পর উ;দ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অ;পহ;র;ণে;র ঘট;নায় জড়ি;ত দুজ;নকে গ্রে;ফতা;র ;ক;রেছে পুলিশ।

সোমবার (৩১ মে) হবিগঞ্জের বাহু;বল থানা এলাকা থেকে তাকে উ;দ্ধার করা হয়। গ্রেফতা;ররা হলেন- মো. ইসমাইল (৩৫) ও সুলতানা বেগম সুমি (২৬)।

পুলিশ জানায়, গত বছরের ১২ ডিসেম্বর কোতোয়ালি থানার রেলস্টেশন কলোনী এলাকা থেকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে শিশু ফারহানকে কোলে নেয়ার পর কৌশলে অপহরণ করেন সুলতানা। এরপর থেকে তিনি নিরুদ্দেশ হয়ে যান। এ

ঘটনায় ফা;রহানের মা কো;তোয়ালি থা;নায় এক;টি মা;ম;লা করেন। মাম;লার তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে প্রায় ৬ মাস পর শিশুটিকে হ;বিগঞ্জের বা;হুবল থানা থেকে গ্রে;ফ;তার করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া গ্রে;ফতা;র দুজনকে অপ;হর;ণের ঘট;নার মাম;লায় আজ (মঙ্গলবার) আদা;লতে পাঠানো হয়েছে।