কম বেশী আমরা সবাই জানি যে কৈ মাছের প্রাণ বড়ই শক্ত, যা সহজে মরে না। প্রায় আমাদের সকলের কাছেই কৈ মাছ খুব প্রিয় মাছ। আর দেশী কৈ মাছ খেতে খুব সুস্বাদু।
কিন্তু এই দেশী কৈ মাছ শিকার কারা খুব কঠিন। বরশি দিয়ে কৈ মাছ শিকার করা খুব কঠিন হলেও মাছ ধরার ঝাল দিয়ে কৈ মাছ ধরা খুব সহজ। কৈ মাছের কাটায় বিষ থাকে, কাউকে যদি কাটা দিয়ে একবার গুতু দিতে পারে তাহলে শরীরে এর ব্যাথা অনেক দিন পর্যন্ত থাকে। তাই কৈ মাছ ধরতে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়।
তবে সবার মতই কৈ মাছেরও একটা দুর্লবল জায়গা আছে। বর্ষার সময় যখন আকাশে বিদ্যুৎ চমকায় এবং বৃষ্টি পড়ে, তখন কৈ মাছ পানিতে না থেকে ডাঙ্গায় উঠে আসে। ঠিক সেই সময় কৈ মাছ ধরা খুব সহজ। আর এমন একটি কৈ মাছ ধরার ভিডিও নিচে দেওয়া হল।