ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল পরিষ্কার করতে বলায় প্রধান শিক্ষিকা নিলুফা খানমকে মা’রধর ও লা’ঞ্ছ’িত করার ঘটনায় দ’প্ত রি মো.রকিব খানকে আট’ক করেছে পুলিশ। পরে প্রধান শিক্ষিকার করা মাম’লায় তাকে গ্রে”প্ত ার দেখানো হয়।
উপজেলার পাগলা থা’নার বারইহাটি বটতলা এলাকা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে আট’ক করা হয়।
বি’ষয়টি সময়ের কন্ঠস্বরকে নিশ্চিত করেছেন পাগলা থা’নার ভারপ্রা’প্ত কর্মক’র্তা (ওসি) রাশেদুজ্জামান।
তিনি বলেন, মা’রধরের ঘটনায় আট’ক রকিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রধান শিক্ষিক নিলুফা খানম বেলা সাড়ে ৩টার দিকে মাম’লা করেছেন। শনিবার তাকে আ’দালতে উপস্থিত করা হবে।
প্রধান শিক্ষিকার বরাত দিয়ে ওসি রাশেদুজ্জামান বলেন, করোনায় বিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন ও সংগ্রহ করছেন। বৃহস্পতিবার সকাল থেকেই এ কাজে ব্যস্ত ছিলেন নিলুফা খানমসহ বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বেলা ২টার দিকে দ’প্ত রি রকিব স্কুলে এলে তাকে বিদ্যালয় পরিষ্কার করতে বলেন নিলুফা। এতে রকিব কিছুটা ক্ষি’প্ত হলে তাদের মধ্যে কথা-কা’টাকাটি হয়। একপর্যায়ে প্রধান শিক্ষিকাকে কিল-ঘু’ষ ি দিয়ে লা’ঞ্ছ’িত করেন রকিব।
প্রসঙ্গত, নিলুফা খানম গফরগাঁও উপজেলার পাগলা থা’নার ১৫৬ নম্বর বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং রকিব একই স্কুলের দ’প্ত রি।