তোরে জন্ম দিছি বাবা, দুধ খাইয়ে বড় করছি, আমারে মা;রিস না: মায়ের আ;কু;তি

পটুয়াখালীর বাউফলে নিজের ছেলের ‘নি;;র্যা;ত;ন থেকে বাঁচ;তে এক মায়ের আ;;কু’তি ‘আমি তোরে জন্ম দিছি বাবা, দুধ খাইয়ে বড় করছি, আমারে মা;’রি’স না’। এমন আ;কু’তির পরও পাষ’ণ্ড ছেলের নি;;র্যা;ত;ন থেকে ‘মু’ক্তি মে’লেনি সত্তর বছরের বেশী বয়সী গ;র্ভধারি;নী মা লালমতি বেগমের।

ছেলে আনোয়ার খন্দকারের একের পর এক লা;;ঠির বে;ধ;ড়;ক ‘মা;;রধ;রের কারণে অ’সুস্থ হয়ে পড়েছেন মা লালমতি। ‘পি;টি;য়ে আ’;হ’ত করা হয়েছে বোন মরিয়ম বেগমকেও।

বৃহস্পতিবার (২৭ মে) পটুয়াখালীর বাউফলের মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ ঘটনার পর স্থানীয়দের সহা;য়তায় আ;হ;ত মা-মেয়ে চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃ;;ত রত্তন আলী খন্দকারের ছেলে আনোয়ার খন্দকার বাবার মৃ;;ত্যুর পর রেখে যাওয়া সম্প’ত্তি অন্য ভাই-বোনকে না দিয়ে নিজের করে নিতে প্রায়ই মাকে ‘অ;;ত্যা;চা;র আর নি;;র্যা;;ত;ন করেন।

তার দা’বি, যারা বাড়িতে থাকেন না, তারা আর বাড়িতে আসতে পারবে না। কোনো জমি-জমার ভা’গ কাউকে দেওয়া হবে না। তাদের বাড়িতে কোনো আশ্রয়ও দেয়া যাবে না। বৃহস্পতিবার একই কারণে মা ও বোনের সাথে এ নিয়ে আনোয়ারের বা’;কবি;ত;’ণ্ডা হলে পরে ছেলে আনোয়ার তার মাকে মা;;রধ;র করেন।

আ;হ;ত মরিয়ম বেগম বলেন, মা;;রধ;রের এক পর্যায়ে তাকে (মাকে) দা দিয়ে কো;;পা;;তে যান আনোয়ার খন্দকার। আমাকে কু;;ড়া;লের আ’চা;রি (হা;ত;ল) দিয়ে মা;;রধ;র করেন। মা আমাকে বাঁ;চাতে আসলে লা;;ঠি দিয়ে মায়ের রানে ও পি;ঠে আ;;ঘা”;ত করেন।

মা লালমতি বেগম বলেন, ‘ওর বাবার রেখে যাওয়া সব সম্পত্তি একা নিতে চায়। অন্যদের দিতে রাজি না। এজন্য প্রায়ই আমাকে অ’কথ্য ভাষায় গা’;লিগা’লা;জ ও মা;;রধ;;র করে। আজকেও আমার মেয়েকে মা;;রধ;;র করেছে। আমি বাঁচা;তে গেলে আমাকেও মা;;রধ;র করে।

এ বিষয়ে জানতে অ’ভিযু’ক্ত আনোয়ার খন্দকারের মুঠোফোনে একাধিবার কল করলেও রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন বলেন, লিখিত অ’ভি;যো’গ পেয়েছি। তদ’ন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।