মিথিলার ‘চির যৌবন’ কামনা করলেন সৃজিত

স্ত্রীর জন্মদিন। কিন্তু কাঁটাতারের এক পারে স্বামী, অন্য পারে স্ত্রী। করোনা মহামারির জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ রয়েছে। সেজন্য বাংলাদেশে অবস্থান করছেন মিথিলা। অন্যদিকে কলকাতায় অবস্থান করছেন স্বামী সৃজিত। মহামারি করোনাভাইরাসকে রুখতে দুই দেশের মধ্যে সামাজিক দূরত্ব তৈরি হলেও প্রেমের টানে সৃজিত-মিথিলা কাছাকাছিই রয়েছেন। আজ ২৫ মে। ৩৭ বছরে পা দিয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বিশেষ এ দিনটি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত মুখার্জি।

রাত ১২টা বাজতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন সৃজিত। সেখানে দেখা যাচ্ছে, ভিডিও কলে মিথিলা ও তার মেয়ে আয়রার সঙ্গে কথা বলছেন সৃজিত। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রার্থনা করি তুমি আজীবন চির-যুবতী থাকো!’

প্রসঙ্গত মিথিলা ও সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। ২০১৯ সালে বিয়ে করেন তারা। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয়েছিল। কিন্তু তাদের ১১ বছরের দাম্পত্য জীবন টেকেনি। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। আইরা তাদের ঘরেরই সন্তান। তবে সৃজিতকে বিয়ের আগে বাংলাদেশের নাট্যনির্মাতা ইফতেখার ফাহমির সঙ্গে মিথিলার বেশকিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল।