লে’বান’নের ইসলামি প্রতিরোধ আ’ন্দোলন হি’জবুল্লা’হর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ দ’খল’দার ইস’রায়ে’লের বিরু’দ্ধে যু’দ্ধে প্র’তিরোধ আ’ন্দোলনের বিজয়ে ফি’লিস্তি’নি জনগণকে অ’ভিনন্দন জানিয়েছেন।তিনি ই’সরা’য়েলি দখল’দারিত্ব থেকে দক্ষিণ লেবানন মুক্ত করার ২১তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ অ’ভিনন্দন জানান।
সাম্প্রতিক গা’জা যু’দ্ধে ফি’লিস্তি’নি প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ের প্রতি ইঙ্গিত করে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক শাখাগুলো চমৎকারভাবে তাদের দায়িত্ব পালন করেছে। হি’জবুল্লাহ মহাসচিব বলেন, সাম্প্রতিক গা’জা যু’দ্ধে যা ঘটেছে তা ছিল ই’সরায়ে’লি শ’ত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী।
তিনি বলেন, এ যু’দ্ধে যা ঘটেছে তা থেকে ই’সরায়ে’লকে এই শিক্ষা নিতে হবে যে, বায়তুল মুকাদ্দাস ও মসজিদুল আকসার বিরুদ্ধে যেকোনও ধরনের আ’গ্রাসনের কঠোর জবাব দেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। তিনি বলেন, প্রতিরোধ যো’দ্ধারা এবার গাজাবাসীকে রক্ষা করতে নয় বরং আল-কুদসকে রক্ষা করতে যু’দ্ধে জ’ড়িয়েছেন।
সাইয়্যেদ নাস’রুল্লাহর নেতৃত্বাধীন হি’জবুল্লাহর প্রতিরোধ সং’গ্রামের মুখে ইস’রায়ে’ল ২০০০ সালের মে মাসে দক্ষিণ লে’বানন থেকে পা’ততাড়ি গু’টাতে বাধ্য হয়। ইহু’দিবাদী শ’ত্রুদের বি’রুদ্ধে ওই বিশাল বিজয়ে ইরান ও সিরিয়ার পৃষ্ঠপোষকতার কথা স্মরণ করে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, দক্ষি