পু’লিশ রাষ্ট্রের অ’পরিহার্য একটি অঙ্গ। জনগণের জানমালের নিরাপত্তা বিধান তাদের দায়িত্বে। তাই প্রত্যাশা সংগত যে তারা দুষ্টের দমন আর শিষ্টের পালনকে মূলনীতি হিসেবে অনুসরণ করবে।
নতুন খবর হচ্ছে, রংপুরের মিঠাপুকুরে গোয়াল ঘরে শুয়ে দিন কা’টানো হতদরিদ্র বৃদ্ধা ফেলানি বেওয়া। পক্ষাঘাতে আ’ক্রান্ত হওয়ার কারণে চলাফেরাও করতে পারেন না তিনি। অবশেষে তার বাসস্থানের ব্যবস্থা করে দিলেন রংপুর জে’লা পু’লিশ সুপার বিপ্লব কুমা’র সরকার।
সহকারী পু’লিশ সুপার আশরাফুল আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে এসপি মহোদয়ের হৃদয়ে নাড়া দেয়। তার নির্দেশে আমি ফেলানীর বাড়িতে গিয়ে একটি হুইল চেয়ার ও বাসস্থান তৈরির জন্য নগদ টাকা পৌঁছে দেই।