জনগণের জন্য তথ্য সংগ্রহ করায় সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করে পুরো সাংবাদিক সমাজকে হেনস্তা করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।
বলেছেন, সাংবাদিক রোজিনাকে মুক্তি দিয়ে স্বাধীনতা পুরস্কার দেয়া উচিত। শনিবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল সলিডারিটি ফ্রি প্যালেস্টাইন শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, সরকারের উচিত ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে রোজিনা ইসলামকে স্বাধীনতা পুরস্কার দেয়া। এ ঘটনার জন্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে।
তা না হলে জনগণ শিগগিরই বিচারকদেরও বিচার করবে। অনুষ্ঠানে জেলখানায় হেফাজত নেতার মৃ’ত্যুকে একটি হ’ত্যা’কা’ণ্ড বলেও মন্তব্য করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।