সিলেটে নিজেদের মধ্যে দ্বন্দ্বের সূত্র ধরে ছু’রিকাঘাতে এক চীনা নাগরিকের মৃ’ত্যুর ঘটনায় সেই নি’হত ব্যক্তির লা’শ নিতে চীন থেকে ছুটে এসেছেন তার স্ত্রী’। মঙ্গলবার (১৮ মে) সকালে সিলেট নগরের পাঠানটুলা আবাসিক এলাকার একটি বাসা থেকে ওয়েন্টাও-এর লা’শ উ’দ্ধার করা হয়। ময়নাত’দন্ত শেষে বৃহস্পতিবার ওইয়েন্টাওর লা’শ হস্তান্তর করা হয়।
স্বদেশীর ছু’রিকাঘাতে খু’ন হওয়া চীনা নাগরিক ওয়েন্টাওর লা’শ তার স্ত্রী’ ওয়াং কিউ আই ইউজিংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ওই ব্যক্তির স্ত্রী’ বুধবার রাতে সিলেট আসেন। পরে তিনি ওয়েন্টাও-এর সহকর্মী খু’নি জো চাওকে আ’সামি করে সিলেট কোতোয়ালি মডেল থা’নায় একটি হ’ত্যা মা’মলা দায়ের করেন।
তবে ওয়েন্টাওর লা’শ দেশে নিতে এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে পু’লিশ। এর আগপর্যন্ত লা’শটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লের হিমাগারে রাখা হবে।
ঘটনাসূত্রে জানা গেছে, চীনা ১২ নাগরিক পাঠানটুলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার সকাল নিজেদের মধ্যে ঝামেলার এক পর্যায়ে একজন অ’পরজনকে ছু’রিকাঘাত করলে ঘটনাস্থলেই ওয়েন্টাও ওয়েই এর মৃ’ত্যু হয়। খবর পেয়ে পু’লিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হ’ত্যাকা’ণ্ডে জ’ড়িতদের গ্রে’ফতারে অ’ভিযানসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট কোতোয়ালি মডেল থা’নার ওসি এসএম আবু ফরহাদ জানান, বৃহস্পতিবার সকালে চীনা নাগরিক উই ওয়েন্টাও-এর লা’শের ময়নাত’দন্ত শেষে সিলেটে আসা স্ত্রী’র কাছে লা’শ হস্তান্তর করা হয়েছে। এখন সব কাগজপত্র তার স্ত্রী’ দূতাবাসে জমা দেবেন। সব আইনি প্রক্রিয়া শেষে লা’শ দেশে নিয়ে যাওয়ার অনুমতি মিলবে।