ফিলিস্তিনের ইসলামী প্রতিরো’ধ আ’ন্দোলন হা’মা’সের সামরিক শাখা ইয্যা’দ্দিন কা’স্সা’ম ব্রি’গে’ড জানিয়েছে, তারা দখলদার ইসরায়েলের ছ’য়’টি বিমান’ঘাঁ’টিতে ক্ষেপণা’স্ত্র ও রকেট হা’ম’লা চালিয়েছে।
দক্ষিণ গাজায় ইসরায়েলি হা’ম’লা’র জবাবে বিমানঘাঁ’টিগু’লোকে টা’র্গে’ট করা হয়েছে বলে কাস্সাম ব্রি’গে’ডের বিবৃতিতে জানানো হয়েছে। তারা আরও বলেছে- হাতসুর, হাতসারিম, নি’ফাতিম, তেল নুফ, বিলমাখিম ও র্যামন ঘাঁ’টিতে রকে’ট এবং ক্ষেপ’ণা’স্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এদিকে, আজ বুধবারও গাজায় ব্যা’পক হা’ম’লা অব্যাহত রেখেছে দ’খলদার ইসরায়েলি বাহিনী। গাজার আবাসিক এলাকার কয়েকটি ভবন পুরোপুরি ধ্বং’স করা হয়েছে।
সকালে ইসরায়েলি হা’ম’লা’য় এক সাংবাদিকসহ চারজন ফিলিস্তিনি নি’হ’ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত ১০ মে থেকে গা’জায় ব্যা’পক বিমান ও কামান হা’ম’লা চালাচ্ছে দ’খলদার বাহিনী। এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হা’ম’লা’য় ২১৯ জন ফিলিস্তিনি মৃ’ত্যু’বরণ করেছেন। এর মধ্যে ৬৩ শিশু রয়েছে।