ফেনী ও টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। বুধবার সকাল পৌনে পাঁচটা থেকে পৌনে ১১টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ফেনীর ছাগলনাইয়ায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া টাঙ্গাইলে আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ঠিকাদারসহ ছয়জন।
আমাদের ফেনী প্রতিনিধি জানান, সকাল পৌনে ১১টার দিকে ছাগলনাইয়া উপজেলার শুভপুর বালিয়াপুর এলাকায় একটি পিকআপের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন মারা যান।
নিহতদের মধ্যে তিনজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন, টাঙ্গাইলের সফিপুরের নূরুল ইসলাম, চট্টগ্রামের জোরারগঞ্জের আরিফ এবং ফেনীর ছাগলনাইয়ার হাজেরা বেগম।
ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম দুর্ঘটনায় চারজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে টাঙ্গাইলে আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় এক ঠিকাদারসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।
এসব দুর্ঘটনার মধ্যে মির্জাপুর উপজেলায় তিনজন, জেলা সদরে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঠিকাদারসহ দুইজন এবং ঘাটাইল উপজেলার হামিদপুরে ট্রাকচাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।
ভোর পৌনে পাঁচটার দিকে টাঙ্গাইলের মির্জাপুরের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে থেমে থাকা একটি কাভার্ডভ্যানে যাত্রীবহনকারী একটি মাইক্রোবাসের ধাক্কায় মাইক্রোর চালক ও তার সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক যাত্রী।
নিহতরা হলেন মাইক্রোবাসের চালক হাসান (৩০), তার সহকারী ইমন (২৫) এবং যাত্রী গোলাম মওলা ওরফে শামীম (২৮)। অপর যাত্রী মীমকে (২৪) গুরুতর অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শামীম ও আহত মীম স্বামী-স্ত্রী। তাদের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায়।
এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার আশেকপুর বাইপাস সংলগ্ন ইন্দুটিয়া এবং ঘাটাইল উপজেলার হামিদপুরে আলাদা দুটি দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম খন্দকার আফজাল হোসেন। তিনি ভূঞাপুর উপজেলার রামপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
আহতরা হলেন- ভুঞাপুর উপজেলার রামপুর গ্রামের সূর্যক্রান্তির ছেলে লহ্মণ, জীবন, মধুপুর উপজেলার বেরীবাইদ গ্রামের সামাদ মিয়ার ছেলে জুলহাস এবং কুড়িগ্রামের চিলমারী উপজেলার ওয়াহেদ মিয়া।
জানা গেছে, মহাসড়ক থেকে টাঙ্গাইল শহরের দিকে আসার সময় আশেকপুর এলাকায় মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত অবস্থায় চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া ঘাটাইলের হামিদপুরে ট্রাকচাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র : ঢাকা টাইমস