ফিলিস্তিন বিষয়ে পদক্ষেপ নিতে রুহানিকে যা বললেন এরদোগান!

ফি’লিস্তি’নের গা’জা উ’পত্যকা’য় অ’ব্যাহত হা’ম’লা ঘট’নায় ই’রানের প্রে’সিডেন্ট হা’সান রু’হানির সঙ্গে কথা বলেছেন তুর’স্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। রোববার অনুষ্ঠিত এ ফো’নালা’পে ফি‌’লি‌’স্তিন মুস‌লিম উম্মাহর সব‌চে‌য়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মত প্রকাশ করেছেন তারা।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, ই’সরাইল ফি’লিস্তিনিদের সঙ্গে যা করছে, এর বিরু’দ্ধে তুরস্ক কঠোর ব্যবস্থা নেবে বলে ইরানি প্রেসিডেন্টকে জানিয়েছেন এরদোগান। জায়নিস্ট রে‌জিমকে সব অ’প’রাধ থে‌কে টে‌নে ধর‌তে আন্তর্জা‌তিক সকল সু‌যোগ ব‌্যবহার কর‌তে হ‌বে বলেও মত দেন দুই প্রেসিডেন্ট।

তুর্কি সুলতান জোর দিয়ে বলেন, ইস’রাই’লি হা’ম’লার বিরু’দ্ধে অ’বশ্যই মুসলিম বিশ্বকে অ’ভিন্ন আ’লোচনা এবং তাদের বি’রুদ্ধে ব্যবস্থা নেয়া জ’রুরি হয়ে দাঁড়িয়েছে। এরদোগান বলেন, এই আ’গ্রা’সনের বি’রুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই ইস’রাই’লকে কঠিন বার্তা দেয়া। এদিকে ফি’লিস্তি’নি ভাই-বোনদের রক্ষার জন্য আন্ত’র্জাতিক পর্যায়ের সব পদক্ষেপে নেতৃত্ব অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক।

রোববার ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এ ঘোষণা দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। এক টুইট বার্তায় তিনি বলেন, ফিলিস্তিনের জন্য আমাদের ঐক্য এবং দৃঢ়তা দেখানোর সময় এসেছে। উম্মাহ আমাদের নেতৃত্বের জন্য অপেক্ষা করছে। প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে তুরস্ক প্রস্তুত রয়েছে।