সৌদিকে ইসরাইলে হাম;লা করতে বললেন হুথি প্রধান

ইয়েমেনে বো;মাব;র্ষণ ও আ;গ্রাসন বন্ধ করে সৌদি আরবকে ইসরাইলে হা;মলা করতে বললেন ইরানের হাউথি বিদ্রো;হীদের প্রধান মোহাম্মাদ আলী আল হাউথি। তিনি আরও বলেছেন, সৌদি এ কাজ করলে আমরা আর পাল্টা জবাব দেব না। ইরানের বার্তা সংস্থা পার্সটুডে জানায়, (১৫ মে) শনিবার এ কথা বলেছেন।

মোহাম্মাদ আলী আল হাউথি আরও বলেছেন, ‘ফিলিস্তিনে ইসরাইলি ব;র্বর;তা ও আ;গ্রাসনের বিষয়ে সৌদি আরব কোনো প্রতি;ক্রিয়াই দেখাচ্ছে না, কোনো পদক্ষেপই তাদের পক্ষ থেকে লক্ষ্য করা যাচ্ছে না। এ অবস্থায় আমি সৌদি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা ইয়েমেনে বো;মা হাম;লার বদ;লে ইসরাইলে কয়েকটি বো;মা ফেলুন। আপনারা যদি এটা করেন তাহলে আপনাদের বিরু;দ্ধে আমাদের পা;ল্টা হা;মলা বন্ধ করে দেব।’

তিনি আরও বলেন, ‘ইসরাইলে বো;মাব;র্ষণ করলে আমরা আপনাদের ওপর আর হা;মলা চালাব না, এমনকি আপনারা আমাদের ওপর হা;মলা অব্যাহত রাখলেও আমরা প্রতিক্রিয়া দেখাব না।’

এর আগে তিনি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, ‘আসুন মা’রিবে চলমান সং;ঘর্ষ বন্ধ করে একসঙ্গে মসজিদুল আকসা রক্ষায় বায়তুল মুকাদ্দাসের দিকে রওনা হই।’

এর আগে ফিলিস্তিনিদের প্রতি সং;হতি জানিয়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুতি ঘোষণা করেছে ইয়েমেনের হাউথি বিদ্রো;হীরা।