এবার আরেক দেশ থেকে ইসরাইলে রকেট হা’ম’লা!

ফিলি’স্তিনের গা’জায় নির’পরাধ সাধারণ মানুষের ওপর নি’র্বিচা’রে বো’মা ব’র্ষ’ণে’র প্র’তিবাদে গা’জা থেকে পা’ল্টা হা’ম’লায় এ পর্যন্ত দেড় স’হস্রা’ধিক র’কে’ট হা’ম’লা চালিয়েছে হামাস। এছাড়া দক্ষিণ লে’বান’ন থেকেও বৃহস্পতিবার ইস’রাই’লের দিকে র’কেট নি’ক্ষে’প করা হয়েছে।

এবার ইস’রাই’ল অ’ভিমুখে হা’ম’লা চা’লানো হয়েছে সিরিয়া থেকে। ই’স’রা’ইলি সেনাবাহিনীর ব’রাত দিয়ে শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম হা’রেজ ও এপিনিউজ জানিয়েছে, সি’রিয়া থেকে ই’সরাই’লের দিকে অন্তত তিনটি র’কে’ট নি’ক্ষে’প করা হয়েছে। তবে এতে হ’তা’হ’তে’র কোনো খবর পাওয়া যায়নি। র’কেট’গুলোর দু’টি গো’লান মা’লভূ’মি অ’তিক্রম করতে পারেনি। সেখানে খো’লা জা’য়গায় প’তিত হয়েছে।

অন্যটিও সিরিয়া সী’মান্ত অতি’ক্রম করতে পারেনি। তার আগেই ভূমিতে প’তিত হয়েছে।বৃহস্পতিবার ইস’রাই’লের সেনা’বাহিনী জানিয়েছিল, লেবানন সী’মা’ন্তের নাকৌ’ড়ার উত্তরে ক্লা’ইলেহ অঞ্চল থেকে তি’নটি র’কে’ট নি’ক্ষে’প করা হয়েছিল, যা গালীল উপকূলে ভূ’মধ্যসাগরে প’তি’ত হয়। ই’সরা’ইলের ধারণা, লেবানন ভূখণ্ড থেকে তাদের শত্রু হি’জ’বুল্লাহ এ হা’ম’লা চা’লিয়েছে।

গত কয়েক দিনের হা’ম’লায় দি’শেহারা ইস’রাইল বৃহস্পতিবার রিজার্ভ থেকে জরুরিভিত্তিতে আরও ৯ হাজার সেনা মোতা’য়েনের ঘোষণা দেয়।গত সোমবার থেকেই উ’ত্তপ্ত ইস’রাইল-ফি’লিস্তিন। গাজায় ইসরাইলের অ’ব্যাহত বিমা’ন হা’ম’লায় এখন পর্যন্ত ১২২ জন ফি’লিস্তিনি নি’হ’ত হয়েছেন।

অপরদিকে হামাসের পা’ল্টা র’কে’ট হা’ম’লায় এখন পর্যন্ত আ’টজন ইস’রায়ে’লি নি’হ’ত হ’য়েছেন। এদের মধ্যে দুই শিশু, একজন ভারতীয়, একজন বয়স্ক নারী ও এক ইস’রাইলি সে’নাসদস্য র’য়েছেন। এছাড়া আ’হ’ত হ’য়েছেন অর্ধ’শতাধি’ক।