মাকে নিয়ে আর ঈদ করা হলো না রিফাতের!

ঈদে মাকে নিয়ে ঢাকা থেকে দেশের বাড়ি মাদারীপুরের ফিরছিলেন ছেলে। যাত্রাপথে ফেরিতে পদদলিত হয়ে মা’রা গেছেন মা।ঈদের আগে মাকে এভাবে চিরদিনের জন্য হা’রিয়ে নির্বাক হয়ে পড়েছেন ছেলে। নি’হত ওই মায়ের নাম নিপা আক্তার (৪৫)। তার বাড়ি মাদারীপুরের কালকিনি উপজে’লার বালিতগ্রাম এলাকায়।

নি’হত নিপা আক্তারের ছেলে রিফাত হোসেন (১৪) মায়ের লা’শের পাশে কা’ন্না করতে করতে জানায়, তাঁর মা ফেরিতে থাকার সময় গরমে কিছুটা অ’সুস্থ হয়ে পরে।তবে ফেরি যখন ঘাটে ভিড়ে তখন লোকজন হুড়হুড়ি করে নামতে শুরু করে। এ সময় সেও ব্যাগ হাতে নিয়ে ফেরি থেকে নামতে যান। ফেরিতে থেকে পন্টুনে নামার পর মাকে দেখতে না পেয়ে ভিড়ের মধ্যে খুঁজতে থাকেন সে।

লোকজন নেমে গেলে ফেরির ডেকেই মৃ’ত অবস্থায় মাকে পরে থাকতে দেখে। রিফাত হোসেন বলেন, ‘আমার মারে লইয়া গেলো রে আল্লাহ, আমার মা..। আমার মায় কই আল্লাহ।আমার সব কিছু শ্যাষ হইয়া গেলো আল্লাহ।’ বুধবার দুপুরে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ফেরি শাহ্ পরান ও এনায়েতপুরী থেকে নামতে গিয়ে নারীসহ পাঁজনের মৃ’ত্যু হয়েছে। এ ঘটনায় আ’হত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আ’হতদের মধ্যে কয়েকজনের অবস্থা আ’শঙ্কাজনক। তাদের উ’দ্ধার করে শিবচর উপজে’লা স্বা’স্থ্য কমপ্লেক্স ও পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।