চীন সরকারের উপহার দেওয়া পাঁচ লাখ ডোজ সিনোফার্মের কোভিড টিকা গ্রহণ করেছে বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে টিকা হস্তান্তর করেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এ টিকা তুলে দেন। এ সময় টিকা গ্রহণ করে স্বাস্থ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। জাহিদ মালেক বলেন, আরও টিকা আসছে। কিন্তু, যে হারে মানুষ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ঈদে বাড়ি ফিরছে, তাতে শুধু ভ্যাকসিন দিয়ে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে না, মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।
আর পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সব ঠিকঠাক থাকলে আরও ভ্যাকসিন আসবে দেশে। এর আগে আজ ভোরে চীনের সিনোফার্মের তৈরি পাঁচ লাখ ডোজ করোনা ভ্যাকসিন ও এডি সিরিঞ্জ বাংলাদেশে এসে পৌঁছায়।
বুধবার ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ বিমান বাহিনীর সি ১৩০ জে পরিবহণ বিমানটি চীন থেকে ভ্যাকসিন নিয়ে কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবত চীনা ভ্যাকসিনগুলো গ্রহণ করেন। এ সময় চীনের একটি প্রতিনিধিদলও সেখানে উপস্থিত ছিল। ভ্যাকসিনগুলো যথাযথ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দেশে আনা হয়েছে বলে জানানো হয় বিমান বাহিনীর পক্ষ থেকে।
এর আগে গতকাল চীন থেকে করোনাভাইরাসের টিকা আনতে বিমান বাহিনীর ১৩ সদস্যের এয়ার ক্রু পরিবহণ বিমান নিয়ে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার হাবিবুর রহমান এই মিশনের নেতৃত্ব দিয়েছেন।