হেরে গেলেন শ্রাবন্তী, পায়েল, রুদ্রনীল, সায়নী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রধান দলগুলো থেকে প্রার্থী হয়েছিলেন টালিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। তবে তাঁদের অনেকের ভাগ্যে শিকে ছেঁড়েনি।

ভারতের আনন্দবাজার পত্রিকা বলছে, তারকা প্রার্থীদের হারের তালিকাটা ছোট নয়। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ, অঞ্জনা বসু, সায়নী ঘোষ, পার্নো মিত্র, দেবদূত ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, পাপিয়া অধিকারী বা যশ দাশগুপ্ত—তালিকায় রয়েছে সব শিবিরের তারকা প্রার্থীরই নাম।

কলকাতার বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে গেছেন বিজেপির শ্রাবন্তী। একই দলের টিকিটে ভোটে লড়াইয়ে নামা পায়েল সরকার বেহালা পূর্বতে হেরে গেছেন।

হেরেছেন শ্রাবন্তী জিতেছেন সোহম

কৃষ্ণনগর উত্তরে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের কাছে হেরেছেন তৃণমূলের কৌশানী মুখার্জি।

পায়েল সরকার

আসানসোল দক্ষিণে বিজেপির অগ্নিমিত্রা পালের কাছে হেরে গেছেন তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। শ্যামপুরে বিজেপির তনুশ্রী চক্রবর্তী হেরে গেছেন।

লকেট চ্যাটার্জি

এই তালিকায় আরেকটি বড় নাম লকেট চ্যাটার্জি। চুচুড়ায় তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের চেয়ে পিছিয়ে আছেন তিনি।

টালিগঞ্জে পিছিয়ে রয়েছেন বিজেপির বাবুল সুপ্রিয়। এ ছাড়া বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা রুদ্রনীল ঘোষ, অঞ্জনা, পাপিয়া ও যশ।

রুদ্রনীল ঘোষ

অপরদিকে জিতেছেন তৃণমূল প্রার্থী সোহম। এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকও।