করোনার তৃতীয় পরীক্ষার ফলাফল নিয়ে যা বললেন চিকিৎসক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনার তৃতীয় পরীক্ষার ফলাফল ‘নেগেটিভ’ হবে বলেই মনে করেন তাঁর চিকিৎসকরা। তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বললে তাঁরা এই আশাবাদ জানিয়েছেন। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা আগামী সোমবার পর্যন্ত চলবে বলেও জানিয়েছেন তাঁরা।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদলের অন্যতম ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল বিকেলে বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আক্রান্ত হওয়ার ১৪ দিন পরে কারো শরীরে করোনা থাকে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থাই এই মানদণ্ড ঠিক করে দিয়েছে।

সেটি ফলো করেই ম্যাডামকে (খালেদা জিয়া) তাই নন-কভিট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তৃতীয় দফা করোনা পরীক্ষার যদিও প্রয়োজন হয় না। তবু আমরা আরেকবার পরীক্ষা করাব।’

খালেদা জিয়ার শরীরে কোনো করোনা উপসর্গ নেই এবং সব দিক থেকে তিনি স্থিতিশীল রয়েছেন জানিয়ে ডা. জাহিদ আরো বলেন, ‘তাঁর স্বাস্থ্য পরীক্ষা চলবে।’ কাল শনিবার (আজ) আরো কয়েকটি পরীক্ষা করাতে হবে।

সব পরীক্ষা কবে শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী রবিবার ও সোমবার পর্যন্ত লাগতে পারে।’তবে কবে খালেদা জিয়া বাসায় ফিরবেন এ বিষয়ে সুস্পষ্ট কোনো জবাব না দিয়ে তিনি বলেন, ‘বাসায় ফেরার বিষয়টি চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। সব পরীক্ষা শেষ হলে সেটি বোঝা যাবে।’