সিনেমা ছাড়ার কারণ জানালেন অভিনেত্রী শিল্পী

নব্বই দশকের মাঝামাঝিতে ‘বাংলার কমান্ডো’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন এক সময়ের জনপ্রিয় নায়িকা শিল্পী। এরপর তিনি নায়করাজ রাজ্জাকের ‘বাবা কেন চাকর’, আবুল খায়ের বুলবুলের ‘ক্ষমা নেই’, নূর হোসেন বলাইয়ের ‘শক্তের ভক্ত’, মোহাম্মদ হোসেনের ‘মুক্তি চাই’, রানা নাসেরের ‘প্রিয়জন’,

শহীদুল ইসলাম খোকনের ‘লম্পট’সহ আরও অনেক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। চলচ্চিত্রে অভিনয়ের পর তিনি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। ২০০১ সালের শেষের দিকে মুক্তি পায় তার অভিনীত শেষ ছবি।গত দুই দশক ধরে চলচ্চিত্রে অভিনয় থেকে দূরে রয়েছেন।
চলচ্চিত্র থেকে কেনো তিনি দূরে রয়েছে এবং বর্তমানে তার সমসাময়িক ব্যস্ততা নিয়ে কথা হয় ডেইলি বাংলাদেশ-এর সঙ্গে। তার সাক্ষাৎকার নিয়েছেন রুম্মান রয়।

বিয়ের কারণে কি সিনেমা থেকে দূরে সরে গিয়েছিলেন?
আঞ্জুমান শিল্পী: না বিয়ে করে সংসারী হওয়ার পর আমি ফিল্মকে বিদায় জানাইনি। সত্যি বলতে অশ্লীলতার কারণে সিনেমা ছেড়েছিলাম। পরিবেশ ছিলো না সিনেমা করার।