ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

কুষ্টিয়ার মিরপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মুলাম সর্দার (৩৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের তালবাড়ীয়া রানাখড়িয়া জ্যোতি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুলাম সর্দার উপজেলার তালবাড়ীয়া হাইস্কুল এলাকার বাসিন্দা। তিনি তালবাড়ীয়া ঘাটে বালুর ব্যবসা করতেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তালবাড়ীয়া বালুরঘাট থেকে মোটরসাইকেলে করে সকালে মুলাম বাসায় ফিরছিলেন। পথে জ্যোতি ফিলিং স্টেশনের সামনের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটসাইকেলটির। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।