বন্ধুর প্রা’ণ বাঁ’চাতে অক্সিজেন নিয়ে ১৪০০ কিলোমিটার পাড়ি

দিন যতই যাচ্ছে করো’না ততই বেড়ে চলছে। তবে দুঃখের বিষয় হলেও সত্য যে স্বাস্থ্যবিধি মেনে চলছে না একদল মানুষ। এভাবে চলতে থাকলে করো’না অনেক ভ’য়াবহ রুপ ধারণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা।

নতুন খবর হচ্ছে, করো’না মহামা’রি ছড়িয়ে পড়েছে পুরো ভা’রতে। আর তাতেই আ’ক্রান্ত হয়েছেন নয়ডার বাসিন্দা রঞ্জন। তাকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতা’লে ভর্তি করা হয়েছে। তার অক্সিজেনের স্তরটি ক্রমাগত হ্রাস পাচ্ছিল, কিন্তু পরবর্তী অক্সিজেনেরও ব্যবস্থা করা যাচ্ছিল না। অন্যদিকে, চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন রোগীর জীবন বাঁ’চাতে অক্সিজেনের ব্যবস্থা করতেই হবে।

তার মা-বাবা সম্ভাব‌্য সব জায়গায় অক্সিজেন খোঁজ করেন। কিন্তু কোথাও না পেয়ে ছে’লের বন্ধু দেবেন্দ্রকে বিষয়টি জানান। দেবেন্দ্র এ খবর পেয়ে ব‌্যক্তিগত গাড়িতে করে ২৪ ঘণ্টায় তিন রাজ‌্য ঘুরে ১৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে বন্ধুর জন‌্য অক্সিজেন নিয়ে আসেন।