কারামুক্ত হাজী সেলিমের ছে’লেকে ফুলের মালা দিয়ে বরণ

অবশেষে সব মা’মলায় জামিনে নিয়ে কারাগার থেকে বেরিয়ে এলেন সংসদ সদস্য হাজি মোহাম্ম’দ সেলিমের ছে’লে ইরফান সেলিম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর ইরফান নৌবাহিনী কর্মক’র্তাকে ‘মা’রধরের’ পর গত বছরের ২৫ অক্টোবর গ্রে’প্তার হয়েছিলেন।

এদিকে ছয় মাস কারাবাসের পর আজ বুধবার (২৮ এপ্রিল) বিকাল সোয়া ৫টার দিকে ইরফান সেলিম কারাগার ছাড়া পান। এ সময় তার গলায় পরিয়ে দেয়া হয় ফুলের মালা।জানা যায়, ইরফানকে ফুলের মালায় বরণ করতে আগে থেকেই কারাফট’কে উপস্থিত ছিলেন ম’দিনা গ্রুপের তিন কর্মক’র্তা।

এ সময় হাজি সেলিমের ব্যক্তিগত একান্ত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল বলেন, কারাগার থেকে বের হয়ে ইরফান সেলিম প্রথমে আজিমপুর কবরস্থানে মায়ের কবর জিয়ারত করেন। এখন তিনি পুরান ঢাকার দেবীদাস ঘাট লেনের দাদার বাড়িতে রয়েছেন।

ইরফান কারাগারে থাকা অবস্থায় তার মা গুলশান আরা সেলিম মা’রা যান। গুলশান আরাও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার ছিলেন।ইরফান সেলিমের বাবা হাজি সেলিম যেমন আওয়ামী লীগের সংসদ সদস্য, তার শ্বশুর একরামুল করিম চৌধুরীও আওয়ামী লীগের সংসদ সদস্য।

এদিকে ইরফান সেলিমের বি’রুদ্ধে করা মোট ৫টি মা’মলার মধ্য চকবাজান থা’নায় করা মা’দক ও একটি অ’স্ত্র মা’মলার ত’দন্ত কর্মক’র্তা চকবাজার থা’নার পু’লিশ পরিদর্শক (ত’দন্ত) তাকে অব্যাহতি দেয়।বাসায় মা’দক রাখার দায়ে একটি মা’মলায় এক বছর ও অ’বৈধ ওয়াকিট’কি রাখার দায়ে ছয় মাসের কারাদ’ণ্ড দিয়েছিল ভ্রাম্যমাণ আ’দালত। তবে এই দুই মা’মলায় তিনি নির্বাহী আ’দালতে আপিল করলে জামিন পান তিনি।