বে’কা’র মু’নি’য়া ভা’ড়া থা’ক’তে’ন লা’খ টা’কা’র ফ্লা’টে, প্র’তি মা’সে ব’দ’লা’তে’ন বা’সা’র ফা’র্নি’চা’র…

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর লা’শ উ’দ্ধার করেছে পু’লিশ। মোসারাত জাহান (মুনিয়া) নামের ওই তরুণী রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

সোমবার সন্ধ্যার পর গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে তাঁর লা’শ উ’দ্ধার করা হয়। পু’লিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চ’ক্রবর্তী প্রথম আলোকে জানান, মোসারাত জাহানের বাড়ি কুমিল্লা শহরে। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। মে’য়েটির পরিবার কুমিল্লায় থাকে।

তবে মুনিয়া বেকার হলেও ভাড়া থাকতেন লাখ টাকার ফ্লাটে । আত্নহ’ত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে দায়ী করে মা’মলা দা’য়ের করেছেন ঐ তরুণীর বোন নুসরাত জাহান। সায়েম সোবহান আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে।

মা’মলার বরাত দিয়ে উপকমিশনার বলেন, ‘মে’য়েটির স’ঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সম্প’র্ক দুই বছরের। আনভীর এক বছর মে’য়েটিকে বনানীর ফ্লাটে রাখেন। পরে আনভীরের স’ঙ্গে মনোমালিন্য হলে তিনি কুমিল্লায় চলে যান। তবে মার্চ মাসে ঢাকায় এসে গুলশানের ওই ফ্লাটে থাকা শুরু করেন।’

তিনি বলেন, ‘২৩ এপ্রিল একটি ইফতার পার্টি হয় ওই বাসায়। ওই পার্টির ছবি ফেসবুকে আপলোড করা হলে মে’য়েটির স’ঙ্গে আনভীরের মনোমালিন্য হয়। পরে মে’য়েটি তার বোনকে ফোন করে জানান, যে কোনো মুহূর্তে তার যে কোনো ঘ’টনা ঘটতে পারে।’

এই ফোনের পর কুমিল্লায় থেকে সোমবার বিকেলে ঢাকায় আসেন ওই তরুণীর বোন। তবে গুলশানের ফ্লাটটির দরজা ভে’তর থেকে বন্ধ পান তিনি। পরে দরজা ভে’ঙে ভে’তরে ঢুকে শোবার ঘরে তরুণী ঝু’লন্ত ম’রদে’হ দেখতে পা

উপকমিশনার সুদীপ বলেন, ‘সাক্ষ্য প্রমাণ হাতে আসলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বি’রুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’গুরুত্ব বিবেচেনায় গুলশান থানার ভারপ্রা’প্ত কর্মকর্তা মা’মলার ত’দন্ত করছেন জানিয়ে উপকমিশনার বলেন, ‘ঘ’টনাস্থল থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করার মাধ্যমে মা’মলার ত’দন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে।’

এক প্রশ্নের জবাবে উপকমিশনার বলেন, ‘চুক্তিপত্র অনুযায়ী ওই ফ্লাটের মাসিকভাড়া ১ লাখ টাকা। এবং অগ্রিম দেয়া হয়েছে দুই লাখ টাকা। এরই মধ্যে দুই মাসের ভাড়া পরিশোধ করা হয়েছে।’

গুলশান থানার ভারপ্রা’প্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে গ’লায় ফাঁ’স লাগিয়ে ওই তরুণী আত্মহ’ত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ম’য়নাত’দন্তের আগে বি’ষয়টি নিশ্চিত হওয়া যাবে না।’

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর লা’শ উ’দ্ধার করেছে পু’লিশ। মোসারাত জাহান (মুনিয়া) নামের ওই তরুণী রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।