প্রবাসীর আক্ষেপ: এখন সত্যিই নিজেকে বাংলাদেশের নাগরিক বলতে লজ্জা লাগে

এখন সত্যিই নিজেকে বাংলাদেশের নাগরিক বলতে লজ্জা লাগে। বাংলাদেশের ফ্লাইট পরিচালনা সংস্থা এতটাই নিম্ন মানের হয়ে গেছে যে অবশেষে প্রবাসীদের পকেটে তাদের চোখ চলে গেছে।

সাপোস যদি একটা লোক ৩০ বা ২০ দিনের ইমার্জেন্সি ছুটি নিয়ে দেশে যায় তার মায়ের শরীর খারাপ, আর সেখানে যদি ১৪ দিনের হোটেল কোয়ারেইন্টাইন তাও আবার per day ৭ থেকে ১৫ হাজার টাকা দেওয়া হয় তাহলে ঐ লোকটার কি হবে?

সরকার কি এগুলা চিন্তা করে? আর এখন এই অবস্থাই কোনো প্রবাসী যদি দেশে যায় নিশ্চয় গুরুত্বপূর্ণ কাজে দেশে যাবে। আর সেখানে আমাদের দেশের সরকার এয়ারপোর্টে মোটা অংকের জরিমানা সহ ১৪ দিনের জেল খাটিয়ে বাড়িতে পাথাচ্ছে।